ফাইনালে লড়াইটা হওয়ার কথা ছিলো জমজমাট। তবে ব্রিসবেন হিটের সঙ্গে তার ছিটেফোটাও দেখাতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স। তাতে খোয়াতে হয় শিরোপাও। বুধবার (২৪ জানুয়ারি) ফাইনালে সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারিয়ে শিরোপা জিতেছে ব্রিসবেন হিট। এ নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতলো দলটি।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে জশ ব্রাউনের ফিফটিতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছিল ব্রিসবেন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ব্রাউন। ৩৮ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কায় এই রান করেন তিনি। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে ১১২ রানেই অলআউট হয়ে যায় সিডনি।
