ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চার হাজার রানের মাইলফলকে রোহিত শর্মা

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:২২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে ভারত। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে তারা। রোহিত শর্মার নেতৃত্বে ৮ উইকেটে সহজ জয় পায় তারা। রোহিত শর্মা ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। 

চমৎকার ইনিংসটি খেলার পথে রোহিত শর্মা বেশ কিছু রেকর্ড গড়েছেন। ৫২ রানের ইনিংসটি খেলতে তিনি তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন। এই তিন ওভার বাউন্ডারিতে টি-২০ ক্রিকেটে রোহিত শর্মা ওভার বাউন্ডারির সংখ্যা ছয়শতে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে তিনি এ কীর্তি গড়েছেন।

শুধু ওভার বাউন্ডারির কীর্তি নয়, টি-২০ ক্রিকেটে চার হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। আয়ারল্যান্ডের ম্যাচের আগে এ কীর্তিতে পৌঁছাতে তার ২৬ রান দরকার ছিল। ষষ্ঠ ওভারেই তিনি লক্ষ্যে পৌঁছান। তৃতীয় ব্যাটার হিসেবে রোহিত শর্মা এ কীর্তি গড়লেন। তার আগে এ মাইলফলকে পা রেখেছেন বিরাট কোহলি (৪০৩৭) ও বাবর আজম (৪০২৩)।

এই দুই কীর্তির পাশাপাশি তৃতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন রোহিত শর্মা। তার থেকে বেশি রান রয়েছে বিরাট কোহলি ও মাহেলা জয়াবর্ধনের।

MB/WA
আরও পড়ুন