সফরকারী ওয়েস্ট ইন্ডিজ জয় দিয়ে তাদের শ্রীলঙ্কা সফর শুরু করেছিল। তবে পরের দুই ম্যাচেই পাত্তা পায়নি তারা। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা। ফলে সিরিজ নিজেদের করে নিলো শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে ২-১ সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা। ডাম্বুলায় ১৬৩ রান তাড়ায় নেমে কুশল মেন্ডিস ও কুশল পেরেরার অপরাজিত ফিফটিতে ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের খাতায় ৬২ রান যোগ হতে ৫ উইকেট হারিয়ে বসে তারা। বিপদে পড়া দলের হাল ধরেন অধিনায়ক রভম্যান পাওয়েল ও গুদাকেশ মোতি। গুদাকেশের ১৫ বলে ৩২ রানের মারকুটে ইনিংস আর পাওয়েলের ২৭ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে তারা। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আরও পড়ুন: নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
জবাব দিতে নেমে একপ্রকার ছেলেখেলা করেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ক্যারিবীয় বোলারদের এদিন কোনো পাত্তাই দেননি তারা। ২২ বলে ৭ চার ও ১ ছক্কায় ওপেনার পাথুম নিসাঙ্কা আউট হলেও বাকি দুজন ফিফটি তুলে নেন। কুশল মেন্ডিস ৫০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন। ৩৬ বলে ৭ চারের মারে কুশল পেরেরা ৫৫ রানের অপরাজিত থাকেন। দুজনের ১০৬ রানের জুটিতে ২ ওভার হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় লঙ্কানরা।
সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের জয়ে সমতায় ফিরেছিল লঙ্কানরা। আর তৃতীয় ম্যাচে দাপটের সঙ্গে জিতে সিরিজও নিজেদের করে নিলো স্বাগতিকরা।
আগামী ২০ অক্টোবর শুরু হবে দুদলের মধ্যকার ৫০ ওভারের লড়াই। ২৩ ও ২৬ অক্টোবর সিরিজের বাকি দুই ওয়ানডে খেলবে তারা।
