চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তবে বিদায়ের আগে জয় দিয়ে শেষ করতে চাইবে দুই দল। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকাল ৩টায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
তবে এই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গত কয়েক দিন ধরেই বৃষ্টির দাপট দেখা গেছে। এর আগেও এই মাঠে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও একই শঙ্কা তৈরি হয়েছে।
ম্যাচের আগে পাকিস্তানের আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে বিকেলের দিকে তাপমাত্রা আরও কমতে পারে এবং ঘণ্টায় ১২ কিমি গতিতে বাতাস বইতে পারে। তবে স্বস্তির বিষয় হলো, গতকাল যেখানে বৃষ্টির সম্ভাবনা ছিল ৭৫ শতাংশ, আজ তা নেমে এসেছে ৪৩ শতাংশে। সকালে হালকা বৃষ্টি হলেও ম্যাচের কোনো না কোনো পর্যায়ে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্টেডিয়ামে এখনো পুরোপুরি রোদ উঠেনি, তবে বৃষ্টি থেমেছে। এর ফলে ম্যাচ সংক্ষিপ্ত ওভারের হলেও হওয়ার আশা করা যাচ্ছে। পুরো ম্যাচ না হলেও অন্তত কার্টেল ওভারের ম্যাচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ও পাকিস্তান দু'দলই টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যেই বিদায় নিতে হয়েছে। পাকিস্তানও ঘরের মাঠে ফিরেও নিজেদের মেলে ধরতে পারেনি। এই ম্যাচে জয় অন্তত কিছুটা সম্মান বাঁচাতে পারে।
ওয়ানডেতে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে পাকিস্তানের একচ্ছত্র আধিপত্য দেখা যায়। এখন পর্যন্ত ৩৯ বার মুখোমুখি হয়েছে তারা, যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি ম্যাচ এবং পাকিস্তান ৩৪টি। যদিও সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে ওয়ানডে ম্যাচ খুব বেশি হয়নি। গত পাঁচ বছরে মাত্র চারবার দেখা হয়েছে দুই দলের, যেখানে বাংলাদেশ ২টি এবং পাকিস্তান ৩টি জয় পেয়েছে।
বৃষ্টি কি শেষ পর্যন্ত ম্যাচকে পুরোপুরি ভেস্তে দেবে, নাকি সংক্ষিপ্ত ওভার হলেও দুই দল মাঠে নামতে পারবে? সেটাই এখন বড় প্রশ্ন।
