ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টি-টোয়েন্টিতে ফিরতে পারেন কোহলি, তবে...

 'আমি জানি না, হয়তো যদি আমরা সোনা জয়ের জন্য খেলি, তাহলে একটা ম্যাচ খেলতে পারি, পদক নিয়ে ফিরে আসবো।’

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটকে বিদায় বলেছেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে এটিই যে চূড়ান্ত নয়, তা জানিয়ে রেখেছেন তিনি নিজেই। ফেরার সম্ভাবনা আছে, তবে তাতে রয়েছে একটি বিশেষ শর্ত—ভারতকে পৌঁছাতে হবে অলিম্পিকের ফাইনালে!

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরাট কোহলি। আর সেটা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত অলিম্পিকের ফাইনালে উঠলে চট করে দলে ঢুকে পদক জিতে বেরিয়ে পড়তে চান। যদিও কোহলির কথা রসিকতা ছিল।

শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে হাজির হয়ে কোহলি বলেন, 'আমি জানি না, হয়তো যদি আমরা সোনা জয়ের জন্য খেলি, তাহলে একটা ম্যাচ খেলতে পারি, পদক নিয়ে ফিরে আসবো।’

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেও এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। বিশেষ করে আইপিএলে, যেখানে তিনি দাপটের সঙ্গে খেলছেন। কিন্তু জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করেই দিলেন। কোহলি বলেন, ‘না, আমি সত্যিই মনে করি না (ফিরবো)। তবে অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়া দারুণ অনুভূতি হবে, প্রথমবারের মতো এমন কিছু হলে সেটা অসাধারণ হবে।’  

এক শতাব্দীরও বেশি সময় পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ সালের পর ২০২৮ সালে প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে দেখা যাবে এই খেলাকে। 

AA
আরও পড়ুন