ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মিরপুরের বিসিবি কার্যালয়ে হঠাৎ দুদকের বিশেষ দল

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বাছাইপ্রক্রিয়ায় অনিয়ম, আর্থিক দুর্নীতি ও স্বচ্ছতার অভাব-এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের ঢাকা কার্যালয় থেকে আসা তিন সদস্যের বিশেষ টিমের নেতৃত্বে হয় এই ‘এনফোর্সমেন্ট অভিযান’। পরবর্তী প্রেস ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক মাহমুদুল হাসান জানান, 'বিসিবির বিভিন্ন ক্রিকেট লিগ, বিশেষ করে থার্ড ডিভিশন কোয়ালিফায়ারে দল বাছাইয়ে অস্বচ্ছতা ও আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। সেসব যাচাই করতেই আজকের অভিযান।'

তিনি আরও জানান, ২০২৩ সালের থার্ড ডিভিশন কোয়ালিফায়ারে অংশগ্রহণের জন্য আবেদন ফি এক লাখ টাকা নির্ধারণ করা হলে ৬০টি দল আবেদন করে। অথচ পূর্বে পাঁচ লাখ টাকা ফি থাকাকালে আবেদন করত মাত্র দুই থেকে তিনটি দল। এই হঠাৎ ফি হ্রাস এবং বিপুলসংখ্যক আবেদনকারী নিয়ে প্রশ্ন উঠেছে, যার প্রেক্ষিতে প্রাথমিক নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

এছাড়া দুদক নজর দিয়েছে বিপিএল টিকিট বিক্রির আয়ের বিষয়টিতেও। জানা গেছে, বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত বিসিবির আয় দেখানো হয়েছে মোট ১৫ কোটি টাকা। অথচ একাদশ আসরে, যেখানে বিসিবি নিজেরা টিকিট বিক্রির দায়িত্ব নেয়, তখন আয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। আটটি আসরের চেয়ে একটি আসরের আয় প্রায় সমান! এই অসামঞ্জস্য নিয়েও তদন্ত চলবে বলে জানান দুদক কর্মকর্তা।

দুদকের এই তৎপরতা বিসিবির অভ্যন্তরীণ কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বিসিবির ভাবমূর্তিতে বড় ধরনের আঘাত আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

বিসিবির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন