পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দিচ্ছেন পেসার নাহিদ রানা। আজ শনিবার (২৬ এপ্রিল) দেশ ছাড়বেন তিনি। যাওয়ার আগে ভালো করার প্রত্যাশা জানিয়েছেন তরুণ এই পেসার।
নাহিদ রানা বলেন, নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে এই পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দলে নেয় পেশোয়ার।
নাহিদ যাওয়ার আগেই অবশ্য ৫ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার। আসরে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। ৩ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে পেশোয়ার।
এদিকে পিএসএলের এবারের আসরে আরো দুই বাংলাদেশি দল পেয়েছেন। তাদের মধ্যে রিশাদ হোসেন এখন পাকিস্তানে অবস্থান করছেন। ইতোমধ্যেই চারটি ম্যাচও খেলেছেন তিনি। তবে লিটন দাস আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন।
