ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এশিয়া কাপ

ব্যতিক্রম আয়োজনে আফগানদের দল ঘোষণা

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০১:১৩ পিএম

এবারের এশিয়া কাপ সামনে রেখে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঐতিহ্যবাহী পদ্ধতির বাইরে গিয়ে রাজধানী কাবুলসহ দেশের নানা ঐতিহাসিক স্থাপনায় বিশাল ব্যানারে খেলোয়াড়দের ছবি টানিয়ে ঘোষণা দেওয়া হয় এশিয়া কাপের ১৭ সদস্যের মূল দল এবং ৩ জন রিজার্ভ খেলোয়াড়ের নাম।

রোববার (২৪ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এই অনন্য উপায়ে স্কোয়াড ঘোষণা করে এসিবি।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই এশিয়া কাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান, যিনি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন। দলে অলরাউন্ডারদের আধিক্য চোখে পড়ার মতো। স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ ও রশিদ খান। পেস অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবদিন নাইব।

টুর্নামেন্টে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি বরাবরের মতোই স্পিন বিভাগ। দলে রয়েছেন তারকা স্পিনার মুজিব উর রেহমান, নুর আহমেদ ও নতুন রহস্য স্পিনার আল্লাহ গজনফর। পেস আক্রমণে আছেন নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ মালিক।

মূল উইকেটকিপার হিসেবে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। তার ব্যাকআপ হিসেবে দলে আছেন তরুণ মোহাম্মদ ইশাক। গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা দল থেকে বাদ পড়েছেন হজরতউল্লাহ জাজাই ও জুবাইদ আকবরি। দলে ফিরেছেন ইব্রাহিম জাদরান ও শরফউদ্দিন আশরাফ।

উল্লেখযোগ্যভাবে, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে নামেনি আফগানিস্তান। এ বছর এখনো কোনো টি-টোয়েন্টিও খেলেনি তারা। তবে অধিকাংশ খেলোয়াড় বিশ্বের জনপ্রিয় লিগ আইপিএল, পিএসএল, বিপিএল, আইএলটি২০, এসএ২০ এবং ঘরোয়া শপাগিজা লিগে অংশ নিয়েছেন।

এশিয়া কাপে অংশ নেওয়ার আগে আফগানিস্তান শারজায় পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। ৯ সেপ্টেম্বর আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে রশিদ খানের দল। এরপর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে তারা।

আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দরবেশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, গুলবদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), আল্লাহ গজনফর, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, নাভিন উল হক।

রিজার্ভ

ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গিয়াল খারোতি, আবদুল্লাহ আহমেদজাই।

DR/SN
আরও পড়ুন