ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে চাপে পাকিস্তান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছে টাইগার বোলাররা। ৫০ রানের আগেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। পাকিস্তান ইনিংসের দ্বিতীয় ওভারেই আসে প্রথম আঘাত। পেসার তাসকিন আহমেদের বলে শাহিবজাদা ফারহান মাত্র ৪ রান করে ক্যাচ তুলে বিদায় নেন। এরপর পরবর্তী ওভারে স্পিনার মেহেদী হাসান ফেরান সায়েম আইয়ুবকে (০)।

বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। চতুর্থ উইকেটে হানা দেন তরুণ স্পিনার রিশাদ হোসেন। তার ঘূর্ণিতে ফাঁদে পড়েন ফখর জামান (১৩) এবং হুসেইন তালাত (৩)। পঞ্চম উইকেটটি শিকার করেন মুস্তাফিজুর রহমান, তিনি পাক অধিনায়ক সালমান আগাকে (১৯) উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন। ১৩ নাম্বার ওভারে শাহীন আফ্রিদিকে (১৯) ফিরিয়ে বাংলাদেশকে ৬ষ্ঠ সফলতা এনে দেন তাসকিন আহমেদ।

১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৮৩ রান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করানো কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের জন্য।

সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই এক করে ম্যাচ জিতেছে। অপরদিকে, শ্রীলংকা দুটি ম্যাচেই হেরে ইতোমধ্যে ফাইনাল দৌড় থেকে ছিটকে পড়েছে প্রায়। ফলে আজকের ম্যাচে জয়ী দলই ভারতকে ফাইনালে চ্যালেঞ্জ জানাবে এটি এখন প্রায় নিশ্চিত।

ভারতের বিপক্ষে হেরে শ্রীলংকার সঙ্গেও হারলে বিদায় নিশ্চিত ছিল পাকিস্তানের জন্য। তবে লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের জয়ে আবারও ফাইনালের স্বপ্নে ফিরেছে বাবরবিহীন দলটি।

ম্যাচ পূর্ববর্তী আত্মবিশ্বাসে ভাসলেও মাঠে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। হুসেইন তালাতের কথায় ট্রফি থেকে আমরা মাত্র দুটি জয় দূরে। শাহিন আফ্রিদি তো আরও এগিয়ে ঘোষণা দিয়ে রেখেছেন, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো!

অন্যদিকে, ভারতের কাছে হারলেও এখনো ফাইনালের দৌড়ে টিকে আছে বাংলাদেশ। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো না হওয়ায়, টাইগারদের সামনে জয় অসম্ভব কিছু নয়।

DR
আরও পড়ুন