দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের আজকের ম্যাচ যেন পরিণত হলো হাবিবুর রহমান সোহানের ব্যাটিং উৎসবে। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের এই ওপেনার খেললেন এমন এক ইনিংস, যার প্রতিটি মুহূর্ত ছিল বিস্ময়ে ভরা, আগ্রাসনে মাখা এবং রেকর্ডে নির্মিত। হংকংয়ের ১৬৭ রানের চ্যালেঞ্জটি বাংলাদেশের সামনে তেমন কিছু হয়ে দাঁড়াতেই পারল না। মাত্র ১১ ওভারেই জয় নিশ্চিত করে দল, আর সেই পথচলার নেতৃত্ব ছিল প্রায় পুরোটা সময় জুড়ে সোহানের হাতে।
ইনিংসের শুরুতেই তিনি যেন জানিয়ে দেন, দিনটি তারই। প্রথম ওভারে তিনটি ছক্কা, পরের ওভারে আবার চার-ছক্কার সমাহার, এই প্রবল আক্রমণের মধ্য দিয়ে হংকংয়ের বোলাররা বুঝে ফেলেছিল বিপদ কতটা বড় হতে যাচ্ছে। মাত্র ১৪ বলে ফিফটি করে তিনি ভেঙে ফেলেন বাংলাদেশের টি-টোয়েন্টির বিদ্যমান রেকর্ড। এরপর তার ব্যাটিং আরও ভয়ংকর রূপ নেয়। পাঁচ ওভার শেষে তার রান ৮৮, যা সবই এসেছে বাউন্ডারি থেকে। তখনো পর্যন্ত তিনি একবারও দৌড়ে রান নেননি। এ যেন টি-টোয়েন্টির আক্রমণাত্মক ব্যাটিংয়ের এক নতুন পাঠ।
দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি তখনো সামনে ছিল। দু’টি বলেই সেই মাইলফলকে পৌঁছে যাওয়া সম্ভব ছিল, কিন্তু সেদিকটায় ভাগ্য সহায় হয়নি। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি জায়গা করে নিয়েছেন আরেকটি অনন্য কীর্তিতে-৩৫ বলে তার সেঞ্চুরি এখন দেশের দ্রুততম। পূর্বের মালিক পারভেজ হোসেন ইমন ছিলেন অনেক পিছনে, ৪২ বলের ইনিংসে।
সোহানের এমন দাপুটে ব্যাটিংয়ের মাঝে তার ওপেনিং সঙ্গী জিসান আলম শুরুতে খুঁজে ফেরেন নিজের ছন্দ। পাঁচ ওভারে যখন সোহানের সংগ্রহ ৮৮, জিসানের তখন মাত্র ৩। পরে কিছুটা ছন্দ ফিরে তিনটি চার মারলেও বড় ইনিংস গড়তে পারেননি। তৃতীয় উইকেট হারানোর পর ম্যাচ শেষ করে দেন দুই অপরাজিত ব্যাটসম্যান—সোহান ও আকবর আলি। অধিনায়ক আকবরের ১৩ বলে ৪১ রানের ইনিংসটিতেও ছিল ছক্কার ঝড়, যা দলের জয়কে আরও ত্বরান্বিত করেছে।
এর আগে হংকংয়ের ব্যাটিং ছিল ওঠানামায় ভরা। জিশান আলির দ্রুত বিদায়ের পর বাবর হায়াত একাই ধরে রাখেন ইনিংস। তার ৪৯ বলে ৬৩ রান দলের ভিত্তি গড়লেও মাঝপথে নিয়মিত উইকেট হারানোয় বড় সংগ্রহের সম্ভাবনা কমে আসে। ইয়াসিম মুর্তাজার ৪০ রানের ঝলক আর শেষ ওভারে কিঞ্চিত শাহর ফাটিয়ে খেলা কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও তা বাংলাদেশের সামনে তুচ্ছ প্রমাণিত হয়।
শেষ পর্যন্ত ম্যাচের সারসংক্ষেপ একটাই-সোহানের ব্যাটিং ঝড়ের সামনে হংকং ছিল অসহায়। রাইজিং স্টার্স টুর্নামেন্টে স্বপ্নীল সূচনা করল বাংলাদেশ ‘এ’, আর সোহানের ইনিংস হয়ে রইলো আলোচনার কেন্দ্র। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আগেই ছিল তার ঝুলিতে, এবার টি-টোয়েন্টিতেও সেই আসন দখল করলেন। আগামী ম্যাচে আফগানিস্তান ‘এ’-এর বিপক্ষে নামার আগে এই পারফরম্যান্স গোটা দলকে বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে।
