ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোপা দেল রে

ঘরের মাঠে হারল অ্যাতলেতিকো মাদ্রিদ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম

ঘরোয়া লিগে অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয় সাবেক চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদের। শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে বলা যায়। লম্বা একটা সময় নিজেদের মাঠে অপরাজিত থাকার তকমা ধরে রেখেছিল, এবার তাও হাতছাড়া হয়েছে। বুধবার কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লিগের খেলায় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে গেছে তারা। মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে হেরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২৫ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন অ্যালেক্স বেরেনগুয়ের।

গত বছরের জানুয়ারি থেকে এ ম্যাচের আগে পর্যন্ত নিজেদের মাঠে অপরাজিত ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। দীর্ঘ ২৮ ম্যাচ পর নিজেদের মাঠে হারল তারা।

নিজেদের মাঠের খেলায় দারুণ শুরু ছিল অ্যাতলেতিকো মাদ্রিদের। রদ্রিগো ডি পল, মেমফিস দেপে এবং অ্যান্তোনিও গ্রিজমানের সমম্বয়ে গড়া দল একের পর এক আক্রমণ রচনা করেছিল। কিন্তু তাদেরকে হতাশায় ডুবিয়ে বিলবাও পেনাল্টি গোলে এগিয়ে যায়। ম্যাচের শেষ দিকে অ্যাতলেতিকো মাদ্রিদ একটা পেনাল্টি পেলেও ভিএআর দেখে রেফারি তা বাতিল করেন।

অন্য সেমিফাইনালে মায়োর্কা ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। 

SN/FI
আরও পড়ুন