এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় একটা ধাক্কা হজম করতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দল আল নাসরকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ০-১ গোলে হেরে গেছে। ৪৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সৌউফিয়ানে রাহিমি। সোমবার (৪ মার্চ) হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ম্যাচটি। আগামী সোমবার রিয়াদে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এ হার বড় এক ধাক্কা। নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি পর্তুগিজ এ তারকা। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের সময় অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। ম্যাচের সময় আল শাবাবের সমর্থকরা মেসি মেসি করে চিৎকার করায় ক্ষিপ্ত রোনালদো এমন ভঙ্গি করেছিলেন। সোমবারের ম্যাচে আল আইন সমর্থকরাও একই কীর্তি করেন। রোনালদো বল ধরলেই মেসি মেসি করে চিৎকার করেছেন।
আল আইন সমর্থকদের এমন চিৎকার রোনালদো থামাতে পারেননি। তবে বেশ কয়েকবার তাদের থমকে দিয়েছিলেন। ম্যাচের ষষ্ঠ মিনিটে রোনালদোর হেড আল আইনের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল। ম্যাচের শেষ সময়ে তিনি একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
রোনালদোদের জন্য ম্যাচের ফল আরো ভয়ঙ্কর হতে পারতো। আল আইনের দুটো গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ওই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় আল আইনকে। এদিকে ফিরতি লেগের ম্যাচটা আল নাসরের জন্য দুঃশ্চিন্তার কারণ হতে পারে। কেননা, সে ম্যাচে তারা ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেকে পাবে না। ম্যাচের শেষ দিকে তিনি অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড দেখে বহিষ্কৃত হন।
