ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিফা ফুটসাল বিশ্বকাপ

মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ এএম

ফিফা বিশ্বকাপ ফুটবলে ব্যর্থ ব্রাজিল। কোপায়ও সমর্থকদের হতাশ করেছে দলটি। তবে ফিফা ফুটসাল বিশ্বকাপে ফুলের সৌরভ ছড়াচ্ছে দলটি। একের পর এক জয় তুলে নিয়ে একদিকে যেমন সমর্থকদের মুখে হাসি ফোটাচ্ছে তেমনি এগিয়ে যাচ্ছে শিরোপার দিকে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে মরক্কোকে ৩-১ গোলে হারিয়ে তারা পৌঁছেছে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা ইউক্রেনের মুখোমুখি হবে। একই রাতে অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেন ৯-৪ গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো ব্রাজিল এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। প্রতি ম্যাচে তার প্রমাণও তারা রেখে চলেছে। মার্সেলের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যায় ব্রাজিল। তারপর একে একে গোল করেন লিন্দ্রো লিনো ও ডেয়াগো। এ ম্যাচের গোলের মাঝ দিয়ে মার্সেল তার গোলের সংখ্যা দশে উন্নীত করেছেন। সে সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন।

আজ অন্য দুই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এক ম্যাচে ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। অন্য ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কাজাখস্তান। এই দুই কোয়ার্টার ফাইনালের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে।

AHA/FI
আরও পড়ুন