ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:৩৮ এএম

অবশেষে ফাইনালের টিকিট পেল ব্রাজিল। ফুটসাল ফিফা বিশ্বকাপে বুধবার ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে শিরোপা প্রত্যাশী ব্রাজিল। দীর্ঘ ১২ বছর পর তারা ফাইনালে উঠেছে।

উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। বুধবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে প্রথম সেমিফাইনাল। শেষ মুহুর্তের গোলে টানটান উত্তেজনার ম্যাচে জয় পায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো। অন্য গোলটি ছিল আত্মঘাতি। ইউক্রেনের হয়ে গোল করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি।

আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচটি দারুণ জমজমাট ছিল। ব্রাজিল মোট ৫২টি শট নিয়েছে ইউক্রেনের গোল লক্ষ্য করে। এর মধ্যে ১৬টি শট পোস্টে ছিল। বিপরীতে ইউক্রেন ৫০টি শট নিয়েছে, তার মধ্যে ১২টি ছিল পোস্টে।

ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। শিরোপা লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। আজ রাতে এই দুই দল সেমিফাইনালে মুখোমুখি হবে।

ফুটসাল বিশ্বকাপে সবচেয়ে সফল দল ব্রাজিল। ফিফা বিশ্বকাপ ফুটবলের মতো ফুটসালেও তারা পাঁচবার শিরোপা জয় করেছে। তবে ২০১২ সালের পর তারা আর শিরোপা জয় করতে পারেনি। এমনকি ফাইনালেও উঠতে পারেনি। গত আসরে তারা তৃতীয় হয়েছিল।

SN/SM
আরও পড়ুন