স্প্যানিশ সুপার কাপ নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। ম্যাচে ১৫তম সর্বোচ্চ শিরোপা জিতে রেকর্ড গড়ল কাতালানরা।
রোববার (১২ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ৫-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
এর আগে, গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় লা লিগায় রেয়ালের মাঠে দ্বিতীয়ার্ধের চার গোলে ৪-০ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। এবার শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোলে স্কোরলাইন ৫-১ করে ফেলে তারা। কিছুক্ষণ পর তাদের গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর রদ্রিগোর গোলে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পারে রেয়াল।
গত ক্লাসিকোয় বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও লামিনে ইয়ামাল মিলে করেন চার গোল। এবারও জালের দেখা পেয়েছেন এই তিন জনই। জোড়া গোল করেন রাফিনিয়া, একটি করে লেভানদোভস্কি, ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে।
নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ক্লাসিকোয় অন্তত ৪ গোল করে করল বার্সেলোনা। ১৯৬৩ সালে রেয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্লাসিকোয় দেখা গেল এমন কিছু। স্প্যানিশ সুপার কাপের গত আসরের ফাইনালে সৌদি আরবেই রেয়ালের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার মাদ্রিদের দলটিকে গুঁড়িয়ে মধুর প্রতিশোধও নিল তারা।
এই মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম ফাইনালেই শিরোপার স্বাদ পেলেন জার্মান কোচ ফ্লিক। মৌসুমে দারুণ শুরুর পর গত বছরের শেষ দিকে ব্যর্থতা জেঁকে ধরেছিল তাদের। তবে নতুন বছরের শুরুটা দারুণ হলো। বছরে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতল তারা।
যে কারণে জাতীয় দলে নেই সাকিব