ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২০২৬ বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন শুরু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে ফিফা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’কে সামনে রেখে এবার টিকিট বিক্রি হবে তিন ধাপে। প্রথম ধাপের বিক্রির কার্যক্রম শুরু হবে আগামী অক্টোবর মাসে।

এইবারের বিশ্বকাপ আয়োজন করবে ক্যানাডা, মেক্সিকো ও আমেরিকা। গ্রুপ স্তরের ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ফিফার ওয়েবসাইটে প্রথম ধাপের টিকিটের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। তবে এটি সবার জন্য উন্মুক্ত নয়, শুধুমাত্র ভিসা কার্ডধারীরা আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদনপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচিত সমর্থকদের তালিকা প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত সমর্থকরা ১ অক্টোবর থেকে টিকিট কাটতে পারবেন। টিকিট কাটার জন্য ভিসা কার্ড থাকা আবশ্যক।

কোথায় থেকে টিকিট কাটবেন

FIFA.com/tickets এই সাইটে গিয়ে টিকিটের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীদের ভিসা কার্ড না থাকলে সেই আবেদন বাতিল করা হবে।

ফিফার লক্ষ্য, বিশ্বকাপ দেখতে আগ্রহী সমর্থকদের জন্য সময়মতো ভিসা, টিকিট ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার সুবিধা নিশ্চিত করা।

NB/AHA
আরও পড়ুন