মায়ামিতে যত বছর খেলবেন মেসি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০১:১৩ এএম

কয়েক মাসের আলোচনার পর অবশেষে তিন বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।  নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির নতুন চুক্তির খবর নিশ্চিত করেছে মায়ামি।  ক্লাবটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দলটির নতুন নির্মাণাধীন স্টেডিয়ামের ভেতর বসে চুক্তিতে সই করছেন মেসি। পোস্টের ক্যাপশনে লেখা ‘সে (মেসি) ঘরে ফিরেছে।’

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে যোগ দেন মেসি।  আড়াই বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর। এর আগে চুক্তি নবায়ন করলেন মেসি। 

চলতি মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন তিনি।  ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী মেসি। লিগে মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি। 

LH
আরও পড়ুন