গুগল ফটোজে আবার চালু হলো ‘আস্ক ফটোজ’ এআই সুবিধা

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:৩৭ এএম

গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণের সুবিধা ‘গুগল ফটোজ’ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। শুধু তা–ই নয়, সংরক্ষণ করা ছবি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওও তৈরি করা সম্ভব।

বর্তমানের তুলনায় আরও সহজে ছবি খুঁজে পাওয়ার সুযোগ দিতে গুগল ফটোজ অ্যাপে আবারও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ছবি অনুসন্ধান সুবিধা ‘আস্ক ফটোজ’ চালু করেছে গুগল। ধীরগতি ও জটিল ইন্টারফেসের অভিযোগে গত জুনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সুবিধাটি।

এক ঘোষণায় গুগল জানিয়েছে, আস্ক ফটোজে বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ব্যবহারকারী প্রশ্ন করামাত্র তাৎক্ষণিকভাবে প্রাথমিক ফলাফল দেখানো হবে। একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে এআই মডেল জেমিনি কাজ চালিয়ে যাবে আরও সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক ছবি খুঁজে দিতে। এতে জটিল অনুসন্ধানেও সময় নষ্ট হবে না এবং সাধারণ প্রশ্নের উত্তরও দ্রুত পাওয়া যাবে।

২০২৪ সালের গুগল আই/ও সম্মেলনে আস্ক ফটোজের সুবিধা প্রথমবারের মতো প্রদর্শন করে গুগল। সে সময় গুগল জানিয়েছিল, আস্ক ফটোজ এআই মডেল জেমিনির সাহায্যে ব্যবহারকারীদের ফটো লাইব্রেরি থেকে সহজেই বিষয়ভিত্তিক ছবি খুঁজে দিতে পারে।

গুগলের তথ্যমতে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা আস্ক ফটোজের সুবিধাটি ব্যবহার করতে পারবেন। আস্ক ফটোজ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। শুধু তা–ই নয়, গুগল অ্যাকাউন্ট থাকতে হবে এবং গুগল ফটোজের ‘ফেস গ্রুপস’ সুবিধা চালু রাখতে হবে। পর্যায়ক্রমে আরও বেশি ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

সূত্র: ম্যাশেবল

khk
আরও পড়ুন