ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাশ্রয়ী দামে আসছে স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:১৩ পিএম

স্যামসাং প্রেমীদের জন্য সুখবর! শিগগিরই বাজারে আসছে সাশ্রয়ী দামের স্মার্টফোন গ্যালাক্সি এ১৭ ৫জি। প্রযুক্তি বিশ্লেষক অভিষেক যাদবের ফাঁস করা তথ্যমতে, এর একটি সংস্করণের দাম হতে পারে ২০ হাজার টাকার মধ্যে।

ফোনটিতে থাকছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ৫ ন্যানোমিটার প্রযুক্তির এক্সিনস ১৩৩০ চিপসেট। সফটওয়্যার হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৫–ভিত্তিক ওয়ান ইউআই ৭, সঙ্গে স্যামসাংয়ের ৬ বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি।

ক্যামেরায় প্রথমবারের মতো এ১এক্স সিরিজে যুক্ত হচ্ছে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) প্রযুক্তি। সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, যা কম আলোতেও উন্নত ছবি তুলতে সক্ষম।

৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনের পাশাপাশি ফোনটিতে রয়েছে আইপি৫৪ রেটিং, ৩.৫ মিমি অডিও জ্যাক, এনএফসি এবং উন্নত সংযোগ সুবিধা।

সব মিলিয়ে বাজেট রেঞ্জে প্রিমিয়াম পর্দা, উন্নত ক্যামেরা ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট নিয়ে গ্যালাক্সি এ১৭ ৫জি হতে পারে বাজারের এক শক্ত প্রতিদ্বন্দ্বী।

DR
আরও পড়ুন