বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম YouTube এবার আনল Premium Lite প্ল্যান। যা ব্যবহারকারীদের বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুযোগ দেবে। এটি মূলত একটি বাজেট-ফ্রেন্ডলি সাবস্ক্রিপশন, যেখানে অল্প খরচেই ইউটিউবের অ্যাড-ফ্রি অভিজ্ঞতা পাওয়া যাবে।
নতুন প্ল্যানটির মাসিক খরচ প্রায় ১০০ টাকার কাছাকাছি। বর্তমানে এটি বাংলাদেশে চালু হয়নি, তবে সম্প্রতি ভারতে ফিচারটি পাওয়া যাচ্ছে। ভারতে ব্যবহারকারীরা মাত্র ৮৯ রুপি খরচ করে মাসিক সাবস্ক্রিপশন নিতে পারছেন।
YouTube Premium Lite মূলত ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার সুবিধা দেবে। ব্যবহারকারীরা গেমিং, ফ্যাশন, বিউটি, নিউজ এবং অন্যান্য বিভিন্ন ক্যাটেগরির ভিডিও অ্যাড-ফ্রি দেখতে পারবেন। তবে পরিষ্কার নয় যে ‘most videos ad-free’ বলতে ঠিক কত শতাংশ ভিডিও বোঝানো হয়েছে।

সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, YouTube Music সুবিধা এই প্ল্যানে নেই। রেগুলার YouTube Premium সাবস্ক্রিপশনের সাথে ইউজাররা শুধু বিজ্ঞাপনমুক্ত ভিডিওই নয়, ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানো, অফলাইন ডাউনলোড ও YouTube Music-এর ফ্রি সাবস্ক্রিপশনও পান। কিন্তু Premium Lite-এ শুধুমাত্র ভিডিও অ্যাড-ফ্রি দেখা সম্ভব।
YouTube জানিয়েছে, Premium Lite সব ধরনের ডিভাইসে ব্যবহার করা যাবে স্মার্টফোন, ল্যাপটপ এবং স্মার্ট টিভিতে। তবে YouTube Music কনটেন্ট, শর্টস, এবং সার্চ বা ব্রাউজিং-এর সময় বিজ্ঞাপন দেখা যেতে পারে। অর্থাৎ শুধুমাত্র ভিডিও দেখার সময়ই অ্যাড-ফ্রি অভিজ্ঞতা নিশ্চিত।
সব মিলিয়ে, YouTube Premium Lite একটি সাশ্রয়ী ও সহজ সমাধান, যারা মূলত বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার অভিজ্ঞতা চান তাদের জন্য।
কিউআর কোড স্ক্যানের আগে নিরাপত্তা নিশ্চিত করুন
এআই- তৈরি ভিডিওর জন্য মেটার নতুন প্ল্যাটফর্ম ‘Vibes’ চালু