ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফোনের চার্জিং পোর্ট নষ্ট হয়ে যেতে পারে যেসব ভুলে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম

স্মার্টফোনের ইউএসবি পোর্ট শুধু চার্জ দেওয়ার জন্য নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ মাধ্যম, যার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ, ডেটা আদান-প্রদানসহ নানা কাজ সম্পন্ন হয়। তাই এর সুরক্ষা এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইউএসবি পোর্টে ভুল ডিভাইস সংযুক্ত করলে ফোনের নিরাপত্তা, ব্যাটারি ও সার্কিট মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। নিচে এমন ৫টি জিনিসের তালিকা দেওয়া হলো, যা কখনোই ফোনের ইউএসবি পোর্টে ব্যবহার করা উচিত নয়-

সস্তা ও অননুমোদিত কেবল

কমদামে পাওয়া কেবলগুলোতে সাধারণত সুরক্ষাব্যবস্থা দুর্বল থাকে। এতে শর্ট সার্কিট, অতিরিক্ত তাপ এবং এমনকি ম্যালওয়্যার সংক্রমণের ঝুঁকি থাকে।
সমাধান: মূল কোম্পানির অনুমোদিত বা বিশ্বস্ত ব্র্যান্ডের কেবল ব্যবহার করুন।

পাবলিক চার্জিং স্টেশন

এয়ারপোর্ট বা রেলস্টেশনের মতো জায়গার চার্জিং স্টেশন ব্যবহার করলে আপনার ডেটা চুরি বা স্পাইওয়্যার ইনস্টলের ঝুঁকি থাকে, কারণ ইউএসবি কেবল দিয়ে ডেটাও স্থানান্তর হয়।
সমাধান: নিজের চার্জার বা পাওয়ার ব্যাংক ব্যবহার করুন। প্রয়োজনে ‘ডেটা ব্লকার’ অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন।

অজানা ইউএসবি ডিভাইস

অপরিচিত ফ্ল্যাশ ড্রাইভ বা ইউএসবি ডিভাইস ফোনে সংযুক্ত করলে সেগুলোর মাধ্যমে ভাইরাস বা ম্যালওয়্যার ছড়িয়ে পড়তে পারে।
সতর্কতা: পরিচিত এবং নিরাপদ উৎস ছাড়া কোনো ইউএসবি ডিভাইস ব্যবহার করবেন না।

এক্সটারনাল হার্ড ড্রাইভ

হার্ড ড্রাইভ বেশি পাওয়ার চায়, যা ফোনের পক্ষে সরবরাহ করা কঠিন। এতে ফোন গরম হয়ে ব্যাটারির ক্ষতি হতে পারে।
বিকল্প: যদি সংযুক্ত করতেই হয়, তাহলে OTG সাপোর্ট নিশ্চিত করুন এবং পাওয়ারড হার্ড ড্রাইভ ব্যবহার করুন।

অতিরিক্ত ভোল্টেজের চার্জার

ফোনের চেয়ে বেশি ওয়াটের চার্জার ব্যবহারে ফোনের ব্যাটারি ও পোর্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।


উপায়

ফোনের সঙ্গে নির্দিষ্ট চার্জার ব্যবহার করুন এবং অতিরিক্ত পাওয়ারে চার্জ দেওয়ার লোভে পড়বেন না।

স্মার্টফোনের ইউএসবি পোর্ট তার জীবনীশক্তির উৎস বলা যায়। অল্প কিছু ভুলেই ডিভাইসের আয়ু কমে যেতে পারে কিংবা হয়ে যেতে পারে চিরতরে অকেজো। তাই সচেতন হোন, নিরাপদ থাকুন।

DR/SN
আরও পড়ুন