ঢাকা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুর্যোগের সময় নিজেকে ফেসবুকে ‘নিরাপদ’ চিহ্নিতর উপায়

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম

সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পের মতো ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রিয়জনদের দ্রুত নিজেদের অবস্থা সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বন্ধু-পরিবারকে জানাতে চাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘সেফটি চেক’ (Safety Check) ফিচারটি ব্যবহার করতে পারেন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার বন্ধু-তালিকার সবাইকে জানিয়ে দেয় যে আপনি ঐ দুর্যোগ বা সংকটের সময় নিরাপদ আছেন।

এই গুরুত্বপূর্ণ ফিচারটি ব্যবহার করে ফেসবুকে নিজেকে নিরাপদ হিসেবে চিহ্নিত করার ধাপগুলো নিচে উল্লেখ করা হলো-

১. ফেসবুকে লগইন করুন

আপনার স্মার্টফোন অ্যাপ বা কম্পিউটার ব্রাউজার থেকে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।

২. ‘Crisis Response’ বিভাগে যান

ফেসবুকের মেনু অপশনে (সাধারণত তিনটি অনুভূমিক রেখা) গিয়ে ‘Crisis Response’ বা ‘সংকট প্রতিক্রিয়া’ নামের অপশনটি খুঁজে বের করে সেটি নির্বাচন করুন।

৩. নির্দিষ্ট সংকটটি নির্বাচন করুন

এই বিভাগে বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগ, দুর্ঘটনা বা সংকটের একটি তালিকা দেখানো হবে। আপনি যে নির্দিষ্ট ঘটনা বা দুর্যোগের সময় নিজেকে নিরাপদ হিসেবে জানাতে চান, সেই ঘটনার পেইজ বা শিরোনামে প্রবেশ করুন।

৪. ‘Safety Check’ খুঁজে বের করুন

সংকটের নির্দিষ্ট পৃষ্ঠাটির উপরের দিকে ‘Safety Check’ বা ‘নিরাপত্তা যাচাই’ অপশনটি স্পষ্টভাবে দেখতে পাবেন।

৫. নিজেকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করুন

‘Safety Check’ অপশনটিতে গিয়ে ‘I’m Safe’ বা ‘আমি নিরাপদ’ বোতামে চাপ দিন।

এই বোতামে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। এরপর আপনার বন্ধু-পরিবার দ্রুত জানতে পারবে যে আপনি উক্ত দুর্যোগের কবল থেকে সুরক্ষিত ও নিরাপদ আছেন। এটি সংকটের সময় প্রিয়জনদের উদ্বেগ কমাতে সাহায্য করে।

NB/AHA
আরও পড়ুন