জানুয়ারিতে রপ্তানি আয় বাড়ল ১১.৪৫ শতাংশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম

জানুয়ারি শেষে দেশে নিট রপ্তানি আয় বেড়েছে ১১.৪৫ শতাংশ। মাসটিতে নিট রপ্তানি আয় হয়েছে ৫৭২ কোটি ৪৩ লাখ ডলার। যা আগের বছর ২০২৩ সালের জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছিল ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। অর্থাৎ বেড়েছে ৫৮ কোটি ৮১ লাখ ডলার।

অর্থবছরের (২০২৩-২৪) প্রথম সাত মাসে (জুলাই ’২৩-জানুয়ারি ’২৪) রপ্তানি আয় বেড়েছে ২.৫২ শতাংশ। সময়টিতে (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) রপ্তানি আয় হয়েছে তিন হাজার ৩২৬ কোটি ৪৭ লাখ ডলার। যা এর আগের অর্থবছরে (২০২২-২৩) একই সময়ে রপ্তানি আয় হয়েছিল তিন হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলার। এতে করে রপ্তানি আয় বেড়েছে ৮১ কোটি ৭২ ডলার। তবে সময়টিতে সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারণ থেকে আয় কমেছে ৭.২৮ শতাংশ।

রোববার (৪ ফেব্রুযারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী, অর্থবছরের সাত মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ৫৮৭ কোটি ৭০ লাখ ডলার। আর এ সময় রপ্তানি আয় হয়েছে তিন হাজার ৩২৬ কোটি ৪৭ লাখ ডলার। অর্থাৎ কমেছে ৭.২৮ শতাংশ।

এদিকে সদ্য সমাপ্ত জানুয়ারি মাসটিতে নিট রপ্তানি আয় হয়েছে ৫৭২ কোটি ৪৩ লাখ ডলার। যা আগের বছর জানুয়ারিতে হয়েছিল ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। বেড়েছে ১১.৪৫ শতাংশ। তবে মাসটিতে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৫৭৬ কোটি ৪০ লাখ ডলার। এতে লক্ষ্যমাত্রার চেয়ে নিট রপ্তানি আয় কমেছে তিন কোটি ৯৭ লাখ ডলার বা ০.৬৯ শতাংশ।

এদিকে রপ্তানি আয়ের বড় খাত হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্পে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। জুলাই ’২৩ থেকে জানুয়ারি ’২৪ পর্যন্ত তৈরি পোশাকে রপ্তানি আয় হয়েছে দুই হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ডলার। আর এ সময়ে সরকারের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ২৪ কোটি ৭৭ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে তৈরি পোশাক খাতের রপ্তানি ৬.২৩ শতাংশ কমেছে। আর নিট পোশাকের রপ্তানি ৮.১৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওভেন পোশাক রপ্তানি কমেছে ২.২০ শতাংশ।

এদিকে গত ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল। ওই সময় প্রবৃদ্ধি হয়েছিল ৬.৬৭ শতাংশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় হাজার ২০০ কোটি ডলার। এরই মধ্যে সদ্য জানুয়ারি শেষে লক্ষ্যমাত্রার চেয়ে পণ্য রপ্তানি ৭.২৮ শতাংশ পিছিয়ে আছে।

AH/SA/MR
আরও পড়ুন