ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

ব্যাংক লেনদেন

ব্যাংক লেনদেন বন্ধ ব্যাংক হলিডের জন্য। বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’। প্রথা অনুযায়ী আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাবনিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

ব্যাংক লেনদেন বন্ধ ব্যাংক হলিডের জন্য। ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ দিন দেশের প্রধান দুই শেয়ারবাজারের লেনদেও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এতথ্য জানা গেছে।

তাবে পুঁজিবাজারে দাপ্তরিক কার্যক্রম চলবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’। প্রথা অনুযায়ী আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাবনিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। 

অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়। তবে এদিন শুধু দাফতরিক কার্যক্রম চলে। ব্যাংকিংয়ের সঙ্গে শেয়ারবাজারের কার্যক্রম জড়িত, তাই শেয়ারবাজরেও লেনদেন বন্ধ থাকবে।  

MB/AHA
আরও পড়ুন