নতুন জায়গায় যাত্রা শুরুর সঙ্গে কিছু ঝুঁকিও থাকে। ভ্রমণ তখনই আনন্দদায়ক হয়, যখন যাত্রা ও গন্তব্য নিরাপদ থাকে। তাই ভ্রমণে সতর্কতা জরুরি। নিরাপত্তা মানে ভয় নয়, বরং প্রস্তুত থাকা মানেই সচেতনতা।
জেনে নিন প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে-
* ভ্রমণে বের হওয়ার আগে গন্তব্য নিয়ে গবেষণা করুন। বিশ্বাসযোগ্য সূত্র থেকে পরামর্শ নিন।
* নিরাপদ যাতায়াতের উপায় ও জরুরি ফোন নম্বর নোট করে রাখুন।
* প্রয়োজন অনুযায়ী জিনিস নিন, বাকিটা হোটেলে রাখুন।
* যাত্রা পরিকল্পনা কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছে জানান।
* ভিড়ের জায়গায় সতর্ক থাকুন, রাতে অন্ধকার রাস্তা এড়িয়ে চলুন।
* ভ্রমণে পাবলিক ওয়াই-ফাই নিরাপদ নয়। তাই ব্যবহার করবেন না।
* ব্যাংকিং বা ই-মেইল ব্যবহার করার সময় ভিপিএন ব্যবহার করুন।
* বিশ্বস্ত রিভিউসহ হোটেল বা রেন্টাল বুক করুন।
* যেকোনো জায়গায় গিয়ে কোনো কিছু নিয়ে ভয় বা সন্দেহ জাগলে সেখানে থেকে দ্রুত সরে যান।
* দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য ডকুমেন্টের কপি তৈরি করে রাখুন।
* সাধারণ ফার্স্ট এইড কিট, যেমন অ্যান্টিসেপটিক বা প্রেসক্রিপশন ও ওষুধ সঙ্গে রাখুন।
* স্থানীয় হাসপাতাল বা ক্লিনিকের তথ্য আগে থেকে জেনে নিন।
* বড় মানচিত্র হাতে নিয়ে রাস্তা দেখার প্রবণতা থেকে বিরত থাকুন।
* স্থানীয় সংস্কৃতি, আইনকানুন, নিরাপত্তাহীন এলাকা সম্পর্কে জানুন।
থাইল্যান্ডের ভিসা করতে কী কী লাগে?
পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা দেবে কুয়েত