ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবারের (৪ ডিসেম্বর) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। খবর আল জাজিরার।
মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দাবি করা হয়, নৌকাটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের পথে ছিল।
ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানে গত কয়েক মাসে ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। তবে সেপ্টেম্বরে একটি নৌকায় টানা দুটি হামলার অভিযোগ ওঠায় কংগ্রেসে তদন্তের চাপ বাড়ছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি নৌকার বেঁচে থাকা নিরস্ত্র ব্যক্তিদের ওপর দ্বিতীয় হামলা চালানো হয়ে থাকে, তবে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে, ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হওয়ায় দুই দেশের উত্তেজনা আরও বাড়ছে।
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে লঙ্কান প্রধানমন্ত্রীর ফোন