ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিরাপত্তার আইনি প্রতিশ্রুতি চান জেলেনস্কি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা শুধু কথার প্রতিশ্রুতি হলে হবে না- এসব গ্যারান্টি অবশ্যই কংগ্রেস অনুমোদিত আইনি প্রতিশ্রুতি হতে হবে।

জেলেনস্কি আরও বলেন, ইউরোপের কিছু দেশ এখনো নিশ্চিত নয় যে রাশিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র কতটা শক্তভাবে নেতৃত্ব দিতে পারবে।

কিয়েভে সাংবাদিকদের তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তিনি বলেন, মার্কিন অস্ত্র কেনার জন্য ইউক্রেনের চলতি বছরে ৮০০ মিলিয়ন ডলার প্রয়োজন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্টজ জেলেনস্কির সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন।

ম্যার্টজ জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের ‘কিছু অংশ নিয়ে সন্দেহ’ রয়েছে তার। মাখোঁ বলেন, মূল চ্যালেঞ্জ হলো ইউরোপ, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও কাছাকাছি আনা।

একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে বলেন, আলোচনায় সবচেয়ে জটিল বিষয় হলো ভূখণ্ড। রাশিয়া এখনো দাবি করছে, দোনবাসসহ কিছু অঞ্চল পুরোপুরি ছাড়তে হবে ইউক্রেনকে। কিন্তু কিয়েভ বহুবার বলেছে, তারা এসব দাবি কখনোই মেনে নেবে না। সূত্র: এএফপি, সিএনএন

NB/SN