জাকার্তায় ৭ তলা ভবনে আগুন, নিহত ২০

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভবনটিতে অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো।

তিনি আরও জানান, দুপুরের দিকে প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা উপরের তলায় ছড়িয়ে পড়ে। কিছু কর্মচারী সে সময় ভবনে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং অন্যরা অফিস থেকে বেরিয়ে এসেছিলেন।

কনড্রো বলেন, ‘মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। আমরা এখনও ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেয়ার দিকে মনোনিবেশ করছি।’ ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস, যেটি খনি থেকে কৃষি খাতে বিমান জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সরবরাহ করে থাকে বলে জানা গেছে।

FJ