ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাখাইনে জান্তার বিমান হামলায় ২৩ রোহিঙ্গা নিহত

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:২৯ পিএম

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ২৩ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৩ জন। মঙ্গলবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছে দ্য ইরাবতি।

দেশটির বাসিন্দারা জানান, সোমবার ভোরে থারদার গ্রামে যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলেছে জান্তা বাহিনী। নিহত ২৩ জনের মধ্যে একজন নেতা ও তার স্ত্রী এবং বেশ কিছু শিশু রয়েছে।

বোমা হামলায় আহত ১৮ জনের চিকিৎসা দিচ্ছে আরাকান আর্মি (এএ)। কম আহত হওয়া আরও ১৫ জনকে গ্রামীণ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। বাকিরা এখন পর্যন্ত ভালো আছে। তবে মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে বলে জানায় ইরাবতি।

AS
আরও পড়ুন