ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এক সপ্তাহে সেনাবাহিনীতে যোগদানে ১৪ লাখ আবেদন!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ এএম

উত্তর কোরিয়ায় চলতি সপ্তাহে প্রায় ১৪ লাখ তরুণ সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করেছে। তাদের মধ্যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দেশটির প্রধান যুব সংগঠন ইয়ুথ লিগের সদস্যরাও রয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী থেকে শুরু করে দেশটির প্রধান যুব সংগঠন ইয়ুথ লিগের সদস্যরা সেনাবাহিনীতের যোগ দেয়ার জন্য আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। তারা ‘বিপ্লবের অস্ত্র দিয়ে শত্রুকে ধ্বংস করার পবিত্র যুদ্ধে’ লড়াই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। অজ্ঞাত স্থানে তরুণরা আবেদনপত্রে স্বাক্ষর করছে।

এর আগে, ২০১৭ সালে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে, প্রায় ৩৫ লাখ কর্মী, পার্টির সদস্যরা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। তবে উত্তর কোরিয়ার এসব দাবির সত্যতরা যাচাই করতে পারেনি মিডিয়াগুলো।

MB/AS
আরও পড়ুন