কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) তিনি পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে তিনি পদত্যাগ পাঠিয়েছেন। সিএনএন এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড জানিয়েছেন, গত সপ্তাহে ট্রুডো তাঁকে জানিয়েছেন, তিনি তাঁকে আর এ পদে চান না। তাঁকে মন্ত্রিপরিষদের অন্য একটি দায়িত্ব দিতে চান। এ জন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ফ্রিল্যান্ড।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার অর্থমন্ত্রীর একটি নীতি নিয়ে বিরোধ দেখা দেয়। নাগরিকদের ১৭৫ মার্কিন ডলারের চেক দেওয়ার একটি সিদ্ধান্তে জাস্টিন ট্রুডোর সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়।
ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি ট্রুডো। এমন এক সময়ে ফ্রিল্যান্ড পদত্যাগের ঘোষণা দিলেন, যার মাত্র কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের হুমকি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রুডো।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, অনথিভুক্ত অভিবাসী ও মাদক ‘আগ্রাসন’ বন্ধ করা না হলে কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
প্রথম নারী প্রতিরক্ষা প্রধান পেল কানাডা