ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা, যা বললেন ট্রাম্প

আপডেট : ০৭ মে ২০২৫, ১১:২৩ এএম

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিক্রিয়ায় এ হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওভাল অফিসে প্রবেশের সময় খবরটা পেলাম। আমি মনে করছি অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, অনেক যুগ ধরে একে অপরের সঙ্গে লড়াই করে আসছে। সঠিক করে বলা হলে, এক শতক ধরে তারা লেগে আছে বলে মনে করতে পারেন। আশা করছি এটি দ্রুতই শেষ হবে।

এদিকে পাকিস্তানে হামলা চালানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাথে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।  ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত-পাকিস্তান উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। 

প্রঙ্গত, পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ভারত। তবে পাকিস্তান বলছে, পাঁচটি স্থানে হামলা হয়েছে। এতে অন্তত সাতজন নিহতসহ ১২ জন আহত হয়েছে। সূত্র: রয়টার্স ও দ্য ডন

SN
আরও পড়ুন