দক্ষিণ আফ্রিকার উত্তরের পার্বত্য অঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে এন১ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
বাসটি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশ থেকে জিম্বাবুয়ে ও মালাউইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গভীর খাদে পড়ে যায় এবং উল্টে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়, যা রাতভর চলতে থাকে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের অতিরিক্ত ক্লান্তি কিংবা বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে পুরো বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১৭ জন পুরুষ এবং সাতজন শিশু রয়েছে। নিহতদের মধ্যে একজন মাত্র ১০ মাস বয়সী শিশু বলে জানিয়েছেন প্রদেশটির পরিবহন কর্মকর্তা ভায়োলেট মাথে।
আহত ৩০ জনেরও বেশি যাত্রীকে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, বাসটির ধ্বংসস্তূপের ভেতরে এখনও কেউ আটকা পড়ে থাকতে পারেন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যে সংযোগ রক্ষাকারী ব্যস্ত এন১ মহাসড়কটি উদ্ধারকাজের সুবিধার্থে সোমবার সকাল পর্যন্ত উভয় দিকেই বন্ধ রাখা হয়।
লিম্পোপো প্রদেশের প্রিমিয়ার ফোফি রামাথুবা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ‘একটি দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু আমাদের জন্য গভীর শোকের বিষয়। এই বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন।’ খবর আল-জাজিরার।
জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করলো ইরান