পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের উদ্দেশে সতর্ক করে বলেছেন, যদি আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ব্যবহার করা হয় তাহলে ইসলামাবাদ ‘আফগানিস্তানের গভীরে’ হামলা চালাবে।
বুধবার (২৯ অক্টোবর) পার্লামেন্ট ভবনে রিপোর্টারদের প্রশ্নের জবাবে খাজা আসিফ এমন হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘আমরা হামলা করব, অবশ্যই করব। যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, এক্ষেত্রে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তানের গভীরে যেতে হতে পারে।’
এর আগে দ্বিপাক্ষিক সীমান্ত সংঘাত নিয়ে তুরস্কের ইস্তান্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তিনদিনের আলোচনা হয়েছে। তথ্যে বলা হয়েছে, ওই বৈঠকে গতানুগতিক কোনো স্থায়ী সমাধান বের হয়নি। পাকিস্তান অভিযোগ করেছে, তালেবান শাসিত আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে না।
পৃথকভাবে এক এক্স বার্তায় তালেবান নেতাদের উদ্দেশ্য করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা অনেক দিন ধরে তোমাদের বিশ্বাসঘাতকতা এবং উপহাস সহ্য করেছি, কিন্তু আর নয়। পাকিস্তানের অভ্যন্তরে যেকোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলার জন্য তোমাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। নিজেদের ধ্বংস চাইলে আমাদের সংকল্প এবং ক্ষমতা পরীক্ষা করে দেখতে পারো।’
আসিফ বলেন, ‘কাবুলের শাসকদের কাছ থেকে ক্রমাগত আকুতি এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর অনুরোধে পাকিস্তান আলোচনায় অংশ নিয়েছে। তবে কিছু আফগান কর্মকর্তার বিদ্বেষপূর্ণ বক্তব্য স্পষ্টতই তালেবান শাসনের বিকৃত এবং বিভক্ত মানসিকতার প্রতিফলন।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি তাদের আশ্বস্ত করতে চাই যে পাকিস্তানকে তালেবান শাসনকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য এবং তাদের আবার গুহায় ঢুকিয়ে দিতে আমাদের অস্ত্রাগারের একাংশও ব্যবহার করার প্রয়োজন হবে না। যদি তারা তোরা বোরায় তাদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যের পুনরাবৃত্তি চায়, তবে সেই দৃশ্য আবার দেখা যাবে। আর এটি অবশ্যই এই অঞ্চলের মানুষের জন্য দেখার মতো একটি দৃশ্য হবে।’
আসিফ আরও অভিযোগ করেন, তালেবান শাসকরা আফগানিস্তানকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, এটি তার করছে ক্ষমতা ধরে রাখতে এবং যুদ্ধের মাধ্যমে তারা যে অর্থ রোজগার করে সেটি অব্যাহত রাখার জন্য।
তিনি আরও বলেন, ‘তালেবানরা নিজেদের দুর্বলতা এবং যুদ্ধের ফাঁকা আওয়াজ সম্পর্কে তারা ভালো করেই জানে, তবুও তারা নিজেদের ভেঙে পড়া ভাবমূর্তি ধরে রাখতে যুদ্ধের দামামা বাজাচ্ছে। তারা যদি আফগানিস্তান ও এর সাধারণ মানুষকে আবার শেষ করে দিতে চায়, তবে তাই হোক।’
তিনি বলেন, ‘তালেবান সরকারের যুদ্ধবাজরা, যারা এই অঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত রাখতে চায়, তাদের জানা উচিত যে তারা সম্ভবত আমাদের সংকল্প এবং সাহসকে ভুল বুঝেছে। যদি তালেবান সরকার আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাহলে ইনশাআল্লাহ বিশ্ব দেখবে তাদের হুমকিগুলো একটি সার্কাসের মতো শুধুই প্রদর্শনীমূলক ছিল।’
গাজায় হামলার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের
হ্যারিকেন মেলিসা কিউবার দিকে এগুচ্ছে, বন্যার সতর্কতা জারি