ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌদির ঐতিহাসিক আল বালাদে তারার মেলা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

‘সিনেমার প্রতি ভালোবাসা’ স্লোগান নিয়ে সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনে পর্দা উঠল পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেীদার ঐতিহাসিক আল বালাদ শহরে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী রাতে লাল গালিচায় হলিউড ও বলিউডের শীর্ষ তারকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

উদ্বোধনী দিনে লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি, মার্কিন তারকা কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা ও উমা থারম্যান। উপস্থিত ছিলেন কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আর্মাস, ব্রিটিশ তারকা ড্যানিয়েল কালুয়া এবং গায়িকা রিতা ওরা। তবে বিশেষ নজর কেড়েছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সৌদি অভিনেত্রী সারাহ তাইবাহ, জেইনা মাকি ও হানা মানসুর উৎসবে যোগ দেন।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নতুন প্রতিভা অন্বেষণ, নারী চলচ্চিত্রকারদের ওপর বিশেষ গুরুত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতাই এবারের আসরের প্রধান লক্ষ্য।

দ্বিতীয়বারের মতো উৎসবে যোগ দিয়ে অ্যাড্রিয়ান ব্রডি বলেন, ‘সৌদি আরবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা শুধু চলচ্চিত্র নয়, নিজেদের সংস্কৃতিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী চলচ্চিত্রকারদের দৃশ্যমানতা বাড়াতে উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় ব্রিটিশ-ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক সিনেমা ‘জায়ান্ট’। ছবিটির প্রধান অভিনেতা আমির এল মাসরি বলেন, ‘এটি পূর্ব ও পশ্চিম উভয় সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এক ইয়েমেনি মুসলিম বক্সারের সংগ্রামের গল্প।’

উৎসবে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ব্রিটিশ কিংবদন্তি অভিনেতা মাইকেল কেইন। জুরি সদস্য হিসেবে উপস্থিত আছেন শন বেকার, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি ও অস্কারজয়ী অভিনেতা রিজ আহমেদ।

DR
আরও পড়ুন