ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাফায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪৫

আপডেট : ২৮ মে ২০২৪, ০৯:৪৭ এএম

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চীয় শহর রাফায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত প্রায় ২০০ ফিলিস্তিনি। হতাহতদের একটি বড় অংশই নারী ও শিশু। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ হামলার পর বিশ্ব নিন্দা জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংসদে সোমবার (২৭ মে) বলেছেন, এই ঘটনা ভুলক্রমে ঘটে গেছে। তিনি দাবি করেছেন, হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিন্তু এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, রাফা থেকে আমরা ইতোমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যত দিন গড়াচ্ছে এ সংখ্যা ততই বেড়ে চলছে।

MB/FI
আরও পড়ুন