ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সত্যিই কি আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত?

‘আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্কে প্রবেশের আগমুহূর্তে রোববার (৮ ডিসেম্বর) সকালেই দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার টানা দুই যুগের স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে ইতিমধ্যে প্রেসিডেন্ট আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আসাদের বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে। পরে বিমানটিকে আর রাডারে খুঁজে পাওয়া যায়নি। অনেকের আশঙ্কা, বাশার আল-আসাদের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এর ফ্লাইট নম্বর ছিল ৯২১৮। এই বিমানটিই দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া সবশেষ বিমান।

ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটেই অবস্থান করছিলেন বাশার আল-আসাদ। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি, এটি পূর্বদিকে ওড়ার পর উত্তরে ঘুরে যায়। কিছু সময় পর বিমানটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে রাডার থেকে এর সংকেত অদৃশ্য হয়ে যায়।

দুই সিরীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে কেউ কেউ বলছেন, বিদ্রোহীরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ফ্লাইটপথ ও অবস্থান গোপন রাখতে ট্রান্সপন্ডার বন্ধ করে পালিয়েছেন বাশার আল-আসাদ।

AS/NC
আরও পড়ুন