ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছেন। এটিকে দেশটিতে মার্কিন বাহিনীর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে একটি বলে জানিয়েছে হুথিরা।
শুক্রবার (১৮ এপ্রিল) সশস্ত্র সংগঠনটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি বলেছেন, বৃহস্পতিবারের হামলায় আরও ১৭১ জন আহত হয়েছেন।
আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হুথি গোষ্ঠীর জ্বালানির উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হুথিদের জ্বালানি ও রাজস্বের উৎস বন্ধ করে দেওয়ার জন্যই এই বিমান হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ আল-আত্তাব বলেছেন, মার্কিন বিমান হামলা বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে। তবে বেশিরভাগ হামলাই বন্দর স্থাপনাগুলোর আশেপাশে ছিল।
সাংবাদিক বলেন, প্রথমে চারটি বিমান হামলা চালানো হয়, যখন লোকেরা কাজ করছিল। বিমান হামলার ফলে বন্দরের কর্মীরা অবাক হয়ে যান। এমনকি সেই সময় ঘটনাস্থলে থাকা ট্রাক চালকরাও ছিলেন।
আল-আত্তাব আরও বলেন, বেসামরিক নাগরিকের মৃত্যু এবং রাস ইসার কৌশলগত গুরুত্বের কারণে এই হামলা ইয়েমেনজুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে।
