পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদীনায় পৌঁছেছে হজযাত্রীদের প্রথম দল। তাদেরকে ফুল ও উপহার দিয়ে বরণ করেছে নিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ মে) ইনসাইড দ্য হারামাইন নামের একটি ফেসবুক পেইজ এই তথ্য নিশ্চিত করেছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ২০২৪ সালের পবিত্র হজ পালন করার জন্য ভারতের হায়দ্রাবাদ থেকে হজযাত্রীরা প্রথম সৌদি আরব পৌঁছেছেন। পেইজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ফুল ও উপহার দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে পবিত্র হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।
