ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রতিবেদন দুপুরে

বুধবার জেনেভার প্যালেস ডেস নেশনসের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশের সময় দুপুর আড়াইটায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ এএম

চব্বিশ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন আজ দুপুরে প্রকাশ করা হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তা উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় জাতিসংঘের ওয়েব টিভিতে এটি সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছিল।

তবে মঙ্গলবার জেনেভা থেকে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, প্রতিবেদন প্রকাশের সময়-সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এতে আরও জানানো হয়, বুধবার জেনেভার প্যালেস ডেস নেশনসের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশের সময় দুপুর আড়াইটায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। 

এতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন প্রকাশ করা হবে।

এর আগে, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ১৬ সেপ্টেম্বর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করে। তারা দেশের নানা এলাকায় গিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরাসরি তথ্য নিয়েছে। কথা বলেছে নানা শ্রেণি-পেশার মানুষ, গোষ্ঠী ও সংস্থার সঙ্গে।

প্রাথমিক অনুসন্ধানে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অন্তত ৬৫০ জনের মৃত্যুর কথা জানায় এই মিশন। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে প্রাণ দেন প্রায় ২৫০ জন।

AHA
আরও পড়ুন