সাধারণত শীতে ঠোঁট ফাটার প্রবণতা বেশি দেখা যায়। তখন ঠোঁটকে হাইড্রেটেড রাখতে এবং এর কোমলতা বজায় রাখতে, লিপ বাম ব্যবহার করতে হয় আমাদের। কিন্তু এই প্রখর গ্রীষ্মেও খেয়াল করে দেখুন ঠোঁট ফাটছে। এ সময়ও নিজের ঠোঁট সম্পর্কে সচেতন হওয়া জরুরি। প্রচন্ড গরমের উত্তাপ, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁটকে বাঁচাতে তাই ব্যবহার করুন লিপ বাম।
গ্রীষ্মের মৌসুমে পাঁচ কারণে আপনার লিপ বাম প্রয়োজন। গ্রীষ্মের মাসগুলোতে সূর্যের রশ্মি বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ঠোঁট তীব্র তাপ, সূর্যের এক্সপোজার এবং সেই সঙ্গে পুরো ঋতু জুড়ে বইতে থাকা গরম বাতাসের জন্য অনেক বেশি ক্ষতির মুখে পড়তে পারে। এ থেকে বাঁচতে গ্রীষ্মের মৌসুমেও লিপ বাম ব্যবহার করতে হবে। কী কী কারণে লিপ বাম ব্যবহার করবেন…

গরম বাতাস আটকাতে: তীব্র গরমে বাতাস কতটা গরম সেটা সবাই টের পাচ্ছি। কখনো কখনো খুব শুষ্কও থাকে এই বাতাস। এক্ষেত্রে লিপ বাম বাতাসের যে কোনো ধরণের শুষ্ক প্রভাব থেকে আপনার ঠোঁটকে রক্ষা করে।
বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ: আপনার ঠোঁট এবং ত্বক যে সুরক্ষিত আছে তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ঠোঁটে ফুটে উঠতে পারে বার্ধক্যের লক্ষণ। তাই, গ্রীষ্মের ঋতুতে এসপিএফ আছে এমন একটি লিপ বাম প্রয়োজন, যাতে আপনার ঠোঁট কোমল ও তরুণ দেখায়।
ঠোঁট জ্বালা করবে না: গ্রীষ্মের ঋতুতে, তীব্র তাপমাত্রা আপনার কোমল ঠোঁটে জ্বালাভাব তৈরি হতে পারে। এক্ষেত্রে একটি লিপ বাম আপনার ঠোঁটকে জ্বালাভাব ও অযথা ট্যান পড়ে যাওয়া থেকে রেহাই দিতে পারে।
হাইড্রেশন বজায় রাখা জরুরি: গরমের তাপ এবং আর্দ্রতার কারণে, গ্রীষ্মে আপনার ঠোঁট শুকনো হতে পারে। গ্রীষ্মকালে ঠিক তখনই একটি লিপ বাম ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং যেকোনও ধরনের শুষ্কতা প্রতিরোধ করবে।
রোদে পোড়া ঠেকাবে: লিপ বাম ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি হল আপনার ঠোঁটকে সূর্যের উত্তাপ থেকে রক্ষা করা। তাই, ত্বকে সানস্ক্রিনের পাশাপাশি এসপিএফ আছে এমন লিপ বাম ব্যবহার করা জরুরি যাতে আপনার ঠোঁটে রোদে পোড়া বা দীর্ঘমেয়াদি কোনো ক্ষতি না হয়।
কেমন লিপ বাম ব্যবহার করবেন: লিপ বাম দিতে হবে বলে হুট করে একটা কিছু কিনে আনবেন না। এমন লিপ বাম ব্যবহার করুন, যেগুলো ন্যাচারাল তেলের পাশাপাশি ভিটামিন ই এর মতো কিছু উপাদান দিয়ে বানানো হয়। এটি আপনার ঠোঁট কোমল রাখার পাশাপাশি যেকোনও রকমের দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে। হাতে অনেক রকম ময়লা থাকে। তাই ঠোঁটে লাগানোর জন্য স্টিক আকৃতির লিপ বাম ব্যবহার করা জরুরি। শীতকালীন লিপ বাম কিছুটা ভারী কেমিক্যাল যুক্ত হতে পারে। এক্ষেত্রে গরমে হালকা লিপ বামই ব্যবহার করুন। যাতে ঘেমে গিয়ে খুব বেশি তৈলাক্ত না অনুভব হয়।
