ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পরকীয়া প্রবণতায় কারা এগিয়ে, জানালো গবেষণা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম

সম্পর্কে থেকে অন্য সম্পর্কে জড়িয়ে পড়া এমন ঘটনা আজকাল প্রায়ই দেখা যায়। কারও স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী-পুরুষেরর প্রতি আকৃষ্ট হওয়া কিংবা প্রেমের সম্পর্কে থেকেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়া- এসব নিয়ে বিতর্কের শেষ নেই। 

কারা বেশি পরকীয়া করেন এবং কেন?

স্পেনের করুনা বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা এ বিষয়ে নতুন তথ্য দিয়েছে। গবেষণাটি পরিচালনা করেছেন মনোবিজ্ঞানী মিগুয়েল ক্লিমেন্টে।

গবেষণা বলছে, ‘নারসিসিজম’ রয়েছে এমন মানুষদের বারবার পরকীয়া করার প্রবণতা বেশি। মনোবিজ্ঞানে, নারসিসিজমকে সাধারণত আত্মরতি, নিজেকে মহান ভাবা, অহংকার এবং অন্যদের প্রতি সহানুভূতির অভাব দ্বারা চিহ্নিত করা হয়। 

মিগুয়েলের মতে, এ ধরনের অন্ধকার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষরা সহজে স্বল্পমেয়াদী সম্পর্ক গড়ে তোলেন। কারণ, তাদের প্রত্যাশা কম এবং আবেগীয় গভীরতার প্রতি অনীহা বেশি। গবেষণায় দেখা গেছে, এই প্রবণতা তুলনামূলকভাবে পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।

সমীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৩০৮ জন। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ১৮ থেকে ২৫ বছর। এর মধ্যে ৭৮.৩ শতাংশ নারী এবং ২১.২ শতাংশ পুরুষ।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, মনোবিজ্ঞানের গবেষণা অনেক জটিল একটি ক্ষেত্র। তাই একটি মাত্র সমীক্ষার ভিত্তিতে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো বা মতামত তৈরি করা সঠিক নয়। 

NB/SN
আরও পড়ুন