ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেমন কাটবে দিনটি, রাশিফলে জেনে নিন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম

আজকের দিন নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে। জীবনের প্রতিটি দিন যেমন আমাদের নতুন অভিজ্ঞতা দেয়, তেমনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ২০২৫ আপনার দিন কেমন কাটতে পারে, সেটিই জানাচ্ছে আজকের রাশিফল।

মেষ (মার্চ ২১-এপ্রিল ২০)

সংক্রামক রোগের ঝুঁকি আছে। রাজনৈতিক ব্যক্তিদের জনসংযোগ বাড়বে। বন্ধুর কারণে ক্ষতির সম্ভাবনা। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়বে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতার কারণে ক্ষতির আশঙ্কা। পুরোনো রোগ থেকে মুক্তি মিলতে পারে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি সম্ভব। দাম্পত্যে মতানৈক্য দেখা দিতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

খরচ বাড়বে। গলার সমস্যায় কষ্ট হতে পারে। নতুন বাড়ি নির্মাণ বা কেনার সুযোগ। কর্মস্থলে অবৈধ কাজ প্রত্যক্ষ করতে পারেন। ব্যবসায় হঠকারিতা ক্ষতির কারণ হতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। খনিজ ও তরল ব্যবসায় লাভ। শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। বাড়িতে অতিথি আসতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

অর্থনৈতিক চিন্তা কমবে। কর্মক্ষেত্রে ভুলের কারণে শত্রু বাড়তে পারে। প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা। বিদেশ যাত্রার সুযোগও মিলতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অনিয়মিত খাওয়ার কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শরিকি সম্পর্কে অবনতি। কৃষিকাজে উন্নতি হবে। জনকল্যাণমূলক কাজে যুক্ত হতে পারেন। বয়স্কদের চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা আছে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অভিজাত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কর্মস্থলে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা দেখা দেবে। বৈদ্যুতিন ও ওষুধ ব্যবসায়ীরা লাভবান হবেন। অযোগ্য ব্যক্তিকে ঋণ দিলে ক্ষতির সম্ভাবনা।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্বশীলতা নজর কাড়বে। মামার শরীর খারাপ হতে পারে। স্বর্ণকার ও কাগজ ব্যবসায়ীরা লাভবান হবেন। জীবনসঙ্গীর সহায়তায় সমস্যার সমাধান হবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পদোন্নতিতে বিলম্ব হলেও নিরাশ হবেন না। বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ আসতে পারে। সন্তানের শিক্ষায় খরচ বাড়বে। গুরুস্থানীয় ব্যক্তির আচরণে কষ্ট পাবেন। কৌশলী কথায় জটিল সমস্যা সমাধান সম্ভব।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়ীরা সাময়িক সমস্যায় পড়তে পারেন। ক্ষুদ্র ও কুটির শিল্পে উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। মায়ের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। বন্ধুত্বে টানাপোড়েন আসতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আয়-ব্যয় সমানতালে চলবে। প্রশাসনিক কর্মীদের উন্নতির সুযোগ। শরীর ভালো না থাকার কারণে অম্ল ও হজমজনিত সমস্যা দেখা দেবে। আইনি জটিলতা এড়িয়ে চলাই ভালো।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে। কর্মক্ষেত্রে হতাশা বাড়তে পারে। হাঁটু ও নার্ভজনিত সমস্যা দেখা দিতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। খরচ নিয়ন্ত্রণে থাকলে আর্থিক স্বস্তি মিলবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

NB/AHA
আরও পড়ুন