টানা টানা চোখ, ঘন ভ্রু আর বড় বড় আঁখিপল্লব— এমন চোখ জুড়ানো আবেদন চিরকালীন। কিন্তু কাঙ্ক্ষিত রূপ তো চাইলেই মেলে না। অনেকেই বলেন, চোখের পাতা ঘন ও টানা হয় ক্যাস্টর অয়েলের গুণেই। আসলে কি তাই?
ক্যাস্টর অয়েল মেলে ক্যাস্টরগাছের বীজ থেকে। বাংলায় এর নাম হচ্ছে রেড়ির তেল। ভিটামিন ও খনিজে ভরপুর এই তেলের উপকারিতাও কম নয়। তবে এতে থাকে রাইসিনোলেইক অ্যাসিড নামে এক ধরনের ফ্যাটি অ্যাসিড, যা চোখের পল্লব দীর্ঘ করতে সহায়ক ভূমিকা রাখে। আর ক্যাস্টর অয়েল নতুন পল্লব তৈরিতে সাহায্য করে না। বরং চোখের পল্লবের যত্নে তা কার্যকরী।
তবে একটি কথা না বললেই নয়— চোখের পল্লব কিংবা ভ্রু ঘন করার জন্য রেড়ির তেল ভালো হলেও চোখের ভেতরে তা যাতে না যায়, সে ব্যাপারে ভীষণ সতর্ক হওয়া দরকার।
উপকারিতা
১. ক্যাস্টর অয়েল চোখের পল্লবগুলোতে আর্দ্রতা জোগাতে সাহায্য করে থাকে। অনেকেরই পল্লব ঝরতে থাকে, কিন্তু ক্যাস্টর অয়েল সেই প্রবণতা কমিয়ে দেয়।
২. আঁখিপল্লব দীর্ঘ হলেই দেখতে ভালো লাগে। তবে ছোট ছোট পল্লবের ঝরেপড়া রোধ করে, পল্লবগুলোকে লম্বা হতে সাহায্য করে থাকে।
৩. শুধু পল্লব নয়, ভ্রু ঘন করতে ও যত্নেও এটি ব্যবহার করা যায়।
ব্যবহারবিধি
ক্যাস্টর অয়েল ব্যবহারের আগে প্রথমেই চোখের মেকআপ তুলে ফেলতে হবে। কারণ মাইসেলার ওয়াটার দিয়ে বা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে।
মাশকারার একটি ব্রাশ সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে পরিষ্কার করে নিন। একটি শিশিতে ক্যাস্টর অয়েল ভরে রেখে দিন। মাশকারা ব্রাশ তেলে ডুবিয়ে মাশকারা পরার মতো আঁখিপল্লবে লাগিয়ে নিন। রাতভর রাখার পর সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
সতর্কতা জরুরি
১. বারবার চোখ রগড়ালে আঁখিপল্লব ঝরে পড়তে পারে। তাই চোখ সবসময় আলতো করে মোছা দরকার। তবে বারবার চোখ রগড়ানো ঠিক নয়।
২. বেশি চোখের মেকআপ, মাশকারার ব্যবহারও ক্ষতিকর হতে পারে। আইলাইনার, মাশকারা ব্যবহার করলে সময়মতো তা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া দরকার। প্রসাধনীর রাসায়নিক চোখ ও ত্বকের পক্ষে ক্ষতিকর।
৩. ডিম, মাছ, কাঠবাদাম, বায়োটিন সমৃদ্ধ বিভিন্ন খাবার দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা দরকার।
ঢাকায় কনসার্টে আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত