ব্যস্ত জীবনে সহজ ‘স্কিন কেয়ার গাইড’

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম

দূষণ, মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন আর অযত্নে ত্বক হয়ে পড়ে রুক্ষ, নিস্তেজ, ব্রণপ্রবণ কিংবা অকাল বুড়িয়ে যাওয়া শুরু করে। অথচ ত্বকই আমাদের শরীরের সবচেয়ে বড় ও দৃশ্যমান অঙ্গ যার পরিচর্যা মানেই স্বাস্থ্যকর, আত্মবিশ্বাসী ও পরিপাটি থাকার চাবিকাঠি।

এই প্রেক্ষাপটে নিজের জন্য গড়ে তোলা প্রয়োজন একটি কার্যকর ও টেকসই স্কিন কেয়ার রুটিন। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন মাত্র কয়েক মিনিটের সঠিক যত্ন আপনার ত্বকে আনতে পারে প্রাকৃতিক উজ্জ্বলতা ও স্বাস্থ্য।

কেন জরুরি ত্বকের যত্ন

ত্বকের সঠিক যত্ন না নিলে দেখা দিতে পারে-

  • রোদে পোড়া দাগ
  • ব্রণ বা একজিমা
  • বয়সের আগেই বলিরেখা
  • পানিশূন্যতা ও শুষ্কতা

ত্বক যেমনই হোক শুষ্ক, তৈলাক্ত, কম্বিনেশন বা সাধারণ সবার জন্যই কিছু মৌলিক স্কিন কেয়ার ধাপ অপরিহার্য।

প্রাথমিক তিনটি ধাপ (সব ত্বকের জন্য)

  • ক্লেনজার: ত্বক থেকে ধুলাবালি ও তেল পরিষ্কার রাখে
  • ময়েশ্চারাইজার: ত্বকে আর্দ্রতা ধরে রাখে
  • সানস্ক্রিন (SPF ৩০+): সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে

অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো। বেশি ব্যবহারে র‍্যাশ বা স্কিন রিঅ্যাকশন দেখা দিতে পারে।

সঠিক রুটিনের ধাপ (সকাল/রাত)

হালকা থেকে ভারী প্রোডাক্ট ব্যবহারের নিয়ম-

  • ক্লেনজার
  • টোনার (ঐচ্ছিক)
  • সিরাম (যেমন: ভিটামিন সি, নিয়াসিনামাইড)
  • ময়েশ্চারাইজার
  • সানস্ক্রিন (শুধু সকালবেলা)

সপ্তাহিক যত্ন (সপ্তাহে ১–২ বার)

  • এক্সফোলিয়েশন: ত্বকের মৃতকোষ দূর করে উজ্জ্বলতা বাড়ায়
  • হাইড্রেটিং মাস্ক / ফেস অয়েল: বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য
  • ঘাড় ও বুকেও প্রোডাক্ট ব্যবহার করুন এই অংশগুলোও বয়সের ছাপ বহন করে

ডেইলি স্কিন কেয়ার টিপস

  • দিনে পর্যাপ্ত পানি পান করুন
  • চিৎ হয়ে ঘুমান, যাতে মুখে ভাঁজ না পড়ে
  • পরিষ্কার বালিশের কভার ব্যবহার করুন
  • মুখ ধুতে ঠান্ডা পানি ব্যবহার করুন
  • আই ক্রিম ব্যবহার করতে পারেন চোখ ও ঠোঁটের চারপাশে

ঘরোয়া কিছু DIY স্কিন কেয়ার রেসিপি

  • লিপ স্ক্রাব: চিনি + মধু
  • বডি স্ক্রাব: কফি + নারকেল তেল
  • টোনার: গোলাপজল + অ্যালোভেরা
  • ফেস মাস্ক: বেসন + টক দই

ত্বকের ধরন অনুযায়ী করণীয়

তৈলাক্ত ত্বক

  • জেল টাইপ ময়েশ্চারাইজার
  • নিয়াসিনামাইড বা স্যালিসিলিক অ্যাসিড
  • নিয়মিত এক্সফোলিয়েশন

শুষ্ক ত্বক

  • ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগান
  • ফেস অয়েল ব্যবহার করুন রাতে
  • গরম পানি এড়িয়ে চলুন

কম্বিনেশন ত্বক

  • ভিন্ন অংশে আলাদা প্রোডাক্ট
  • অ্যালকোহলমুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন

সাধারণ ত্বক

  • হালকা ক্রিম বা লোশন
  • খুব বেশি প্রোডাক্ট ব্যবহার নয়
  • প্রতিদিন সানস্ক্রিন আবশ্যক

ত্বকের যত্ন কোনো বিলাসিতা নয়, বরং স্বাস্থ্যকর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। স্কিন কেয়ার শুরু করতে দামী প্রোডাক্টের প্রয়োজন নেই প্রয়োজন কেবল সচেতনতা ও নিয়মিততা। আপনার ত্বক যেমন, যত্নও তেমন আর নিয়মিত যত্নই পারে আপনাকে এনে দিতে নিখুঁত, উজ্জ্বল ও সুস্থ ত্বক।

NB
আরও পড়ুন