রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহন কাউন্টারে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পরিবহনকর্মী এবং মালিকপক্ষের এক পরিচালককে গুরুতরভাবে জখম করে।
এসময় কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনায় সোহাগ পরিবহনের ১০-১৫ কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম ও যাত্রীদের মারধর করা হয়। ঘটনার পর থেকে মালিবাগ, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিবাগ, চৌধুরীপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এমন নৃশংস ও অকল্পনীয় ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। সকল মিডিয়ায় সব প্রমাণ উপস্থাপন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনার তৃতীয় দিন অতিক্রান্ত হলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাবাসী পুনরায় রাজপথে নামতে বাধ্য হবে বলে সতর্কবার্তা দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন ফরচুন মার্কেটের সভাপতি জাহাঙ্গীর হাসান মানিক, মৌচাক বণিক সমিতির সভাপতি পপি, আয়েশা মার্কেট সমিতির সভাপতি কাওসার এবং মগবাজার-মালিবাগ জোনের সভাপতি বিবর্তী।
সোনারগাঁওয়ে প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন