ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীর বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে মোজাহিদুল ইসলাম নামে এক শিবিরকর্মী নিহতের ঘটনায় দিনাজপুর-৪ আসনের (খানসামা ও চিরিরবন্দর) সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বড় ভাই নাজমুজ শাহাদাত বাদী হয়ে শনিবার দুপুরে চিরিরবন্দর থানায় মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা আরও চারশ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর জামায়াতে ইসলামী সারাদেশে হরতাল ও মিছিল কর্মসূচি ঘোষণা করে। আগের দিন সন্ধ্যায় হরতালের সমর্থনে রানীরবন্দর এলাকায় দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয় ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। সেই ঘটনায় গুরুতর আহত হন মোজাহিদুল ইসলাম। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

মামলার বাদী নাজমুজ শাহাদাত জানান, এতদিন আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকির কারণে আমরা আসামিদের বিরুদ্ধে মামলা করতে পারিনি। উল্টো আমার নামে ৩২টি ও আমার বাবার নামে ২৮টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।

RA/RH
আরও পড়ুন