ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ায় আ.লীগ নেতাসহ আটক ২

আপডেট : ২১ মে ২০২৪, ০৪:৩১ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও হুমকি-ধামকি দেয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। 

আটকেরা হলেন, ফাগুয়ারদিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও বাউয়েট কর্মচারী আবু বাশার। তারা আনারস প্রতিকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের সমর্থক বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ মে) বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের রাস্তায় এই দুইজনকে ডিবি পুলিশ আটক করে।

জানা যায়, মঙ্গলবার সকালে ভোট শুরু হলে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম প্রভাব বিস্তার করে ভোটারদের ফাগুয়ারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেন। 

আটকের বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান বলেন, ভোটারদের বাধা দেওয়ায় ডিবি পুলিশ দুইজনকে আটক করেছে। 

MHR/AST