ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নেতৃত্বের অপব্যবহার করলে বেশিদিন টিকতে পারবেন না: নওশাদ জমির

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৩:৩১ পিএম

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, লিডার শীপ একটা আমানাত। এইটাকে রক্ষা করতে হবে। এইটাকে যদি অপব্যবহার করেন, তাহলে আপনারা কিছুদিন নেতা হিসেবে থাকবেন। তারপর আর থাকবেন না।

শনিবার (৩০ আগস্ট) চেম্বার অফ কমার্সের মিলনায়তনে বিএনপির আসনভিত্তিক প্রার্থমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন।

নওশাদ জমির বলেন, আমরা ঐক্য থেকে দূরে সরে আসছি। আপনারা যারা এখানে আছেন, জনপ্রতিনিধি এবং নির্বাচিত বিএনপির নেতা। ভোট তো আবার হবে। তখন আপনারা যখন ভোট চাইতে যাবেন, তখন আপনারা ভোট পাবেন না। আপনাদেরকে মুখে যাই বলুক না কেন আপনি যদি অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত থাকেন, আপনি ভোট পাবেন না।

তিনি বলেন, আমাদের একটা জায়গায় নিশ্চিতভাবে একসঙ্গে থাকতে হবে। আমরা কোনভাবেই বাংলাদেশে আর ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না। এইটাতে যদি একমত থাকেন তাহলে যা ভুল হয়ে গেছে হয়েছে, সামনের যে দিনগুলো আছে আমরা যাতে মানুষের কাছে যেতে পারি, মানুষের সামনে বড় মুখে কথা বলতে পারি। বিএনপিকে ভোট দেওয়ার জন্য মানুষ বসে আছে।

এই দেশের মানুষ অপেক্ষা করছে, কখন নির্বাচন হবে আর কখন ধানের শিষে ভোটটা দিবে। আমাদের আচরণটাকে ঠিক রাখতে হবে। আমাদের আচরণ যদি ঠিক রাখতে পারি তাহলে আগামী ফ্রেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, তাতে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে।

আওয়ামী লীগ সরকারের পতন প্রসঙ্গে নওশাদ জমির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ জানতো যে তারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত। তারা জানতো তারা কোনদিনই ভোট পাবে না। তাই তারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ভোটকে তারা ভয় পেতো। তাই তারা এই দেশ থেকে ভোটের ব্যবস্থাই উঠিয়ে দিয়েছিল। এবার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসবে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় সভাপতি আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ন সম্পাদক কাদের হালিমী।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লাসহ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

NJ
আরও পড়ুন