কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’কে সতর্ক করেছেন হাইকোর্ট। বুধবার (২৬ জুন) বিকেলে আগাম জামিন নেওয়ার জন্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে গেলে সতর্ক করা হয় রাফসানকে। আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার এম হারুনুর রশিদ।
এ সময় রাফসান নিজের পক্ষে সাফাই গান। তিনি জানান, তিনি মডেলিং করেছেন পণ্যটির। আর এটি ভুল হয়েছে তার।
তখন হাইকোর্ট তাকে বলেন, আপনার সতর্ক হওয়া উচিত এ ধরনের বিজ্ঞাপন করার ক্ষেত্রে। খাদ্যের মান ঠিক রাখা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এটি জনস্বার্থের জন্য হুমকি।
এর আগে, গত ১৩ জুন ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।
